শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


রাবি উপাচার্যের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

Mahmud

Updated 25-Jan-29 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 65

রাবি উপাচার্যের  সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ জানুয়ারি ২০২৫:
ঢাকাস্থ পাকিস্তানী হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে তাঁরা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এসময় হাইকমিশনার জানান যে, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় তিনশত বৃত্তির ব্যবস্থা আছে। রাবিও সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। তিনি আরো জানান যে, রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে। উপাচার্য পাকিস্তানের সমপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতায় গুরুত্বারোপ করেন। হাইকমিশনার রাবিতে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানী ভিজিটিং প্রফেসর প্রেরণের ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহের বিষয়েও অবহিত করেন।

উপাচার্য রাবির পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করেন। এর আগে হাইকমিশনার রাবির জন্য কিছু বই উপহার দেন।

মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি প্রফেসর মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বিভাগের শিক্ষক প্রফেসর মো. নাসির উদ্দিন ও প্রফেসর মো. শামিউল ইসলাম, ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শেহনাজ ইয়াসমিনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পরে হাইকমিশনার রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।