শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

Ahasan habib mim

Updated 25-Feb-01 /   |   ঠাকুরগাঁও সদর (ঠাকুরগাঁও) উপজেলা প্রতিনিধি   Read : 30
পুলিশ ভেন থেকে তোলা
পুলিশ ভেন থেকে তোলা

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা ‘রামদা জ্যোতি’ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত জ্যোতি (৩২) নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।

গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।