সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁয় মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ জন আটক

NiralaTv

Updated 20-Nov-01 /   |   Admin   Read : 239

নওগাঁ প্রতিনিধিঃ হাবিবুর রহমান (হাবিব)

একের পর এক ধর্ষণ নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণকালে ৩ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এঘটনায় ধর্ষীতা ছাত্রীর চাচা বাদি হয়ে মামলা করেছেন। আটককৃত ৩ জনকে বৃহস্পতিবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান , বুধবার দিনগত রাতে মহাদেবপুর উপজেলার পিড়ামোড় নামক স্থানে নওগাঁ জেলা সদর উপজেলার সুলতানপুর মহল্লার মৃত অমূল্য এর দু ছেলে শ্রী নয়ন ও শ্রী স্বপন এর পরিত্যাক্ত ফাকা ধান চাতালে এক কিশোরীকে নিয়ে অজ্ঞাত ৩ জন যুবক ঢুকেছেন এমন তথ্য স্থানিয়রা নওহাটামোড় পুলিশ ফাঁড়িতে জানালে সাথে সাথে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া, কনেস্টবল লিটন মোল্লা, রাজু আহম্মেদ সহ টহল পুলিশ টিমকে নিয়ে ঘটনাস্থলে পৌছে ধর্ষীতা ছাত্রী (১৪) কে উদ্ধার সহ ঘটনাস্থল থেকে ৩ যুবককে আটক করেন।

ধর্ষীতা কিশোরী মহাদেবপুর উপজেলার খোশালবাড়ী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আটককৃত ধর্ষক ও তার সহযোগীরা হলেন, মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্সী (উজানীপাড়) গ্রামের আঃ সামাদ এর ছেলে হাসু আলী মন্ডল (২৮), খোদাবক্স মন্ডল এর ছেলে মনোয়ার হোসেন (২৪) ও হারুন-অর রশিদ এর ছেলে সম্রাট হোসেন (২৬)। এসময় ধর্ষীতা ছাত্রী জানান, ঐ ৩ জন তাকে প্রলোভন দিয়ে নিয়ে এসে ঘোরাফেরা শেষে রাত গভীর হলে আমাকে তারা এ ধান চাতালে আনেন এবং হাসু আলী মন্ডল আমাকে ধর্ষণ করেন ও অপর দুজন ডিউটি করার মাধ্যমে ধর্ষককে সহযোগীতা করেন।

ওসি আরো বলেন, এঘটনায় ধর্ষীতা মাদ্রাসা ছাত্রীর চাচা ইনতাজুল হোসেন বাদি হয়ে থানায় দায়ের করলে বৃহস্পতিবার বিকালে আটককৃত ধর্ষক সহ ৩ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং সংবাদ লেখার সময় ধর্ষীতাকে মেডিকাল করার জন্য নওগাঁ সদর হাসপাতালে রাখা হয়েছে।

স্থানিয় সুত্র জানায়- সময় মত পুলিশ পৌছার কারনেই ধর্ষীতা কিশোরী ছাত্রীটি গন-ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন জানিয়ে আরো বলেন, পুলিশ সময় মত না পৌছালে ঐ ৩ জনই ছাত্রীটিকে গনধর্ষণ করতেন।