শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ফেনীর পরশুরাম সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখা বেড়িবাঁধ নির্মাণে ভারতীয় বিএসএফের বাধার অভিযোগ

Shariful Islam

Updated 25-Feb-02 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 28

ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামুখা বেড়িবাঁধ নির্মাণে ভারতীয় বিএসএফের বাধার অভিযোগ।

ভারতীয় বিএসএফ বেড়িবাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখতে বললেও পানি উন্নয়ন বোর্ডের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার নির্মাণ কাজ চলমান রাখে। 

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিজিবি বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গত বছরের ২০ আগস্টের ভয়াবহ বন্যায় ভারতীয়রা বল্লামুখা বাঁধ কেটে দিলে পরশুরাম তথা ফেনী জেলার কয়েক হাজার পরিবার ঘরবাড়ি ফসলের জমি হারিয়ে সর্বস্বান্ত হয়ে যায়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বল্লামুখা বাঁধ পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করে।