শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

MD. Sayem Uddin

Updated 25-Feb-03 /   |   স্টাফ রিপোর্টর   Read : 31
সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান ও হেলপার আরিফ হোসেন। তারা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।