শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবানে আওয়ামীলীগের অফিসকে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে রুপান্তর

Romjan Ali

Updated 25-Feb-07 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 90
বান্দরবানে আওয়ামীলীগের অফিসকে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে রুপান্তর

বান্দরবান শহরে অবস্থিত পতিত স্বৈরাচার আওয়ামীলীগের জেলা কার্যালয়কে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে রুপান্তর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখা।

আজ (০৬/০২/২০২৫) সন্ধ্যা ৬টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল সহকারে আওয়ামীলীগের জেলা কার্যালয় অভিমুখে প্রবেশ করে "৩৬ জুলাই স্মৃতি জাদুঘর" এর ব্যানার টানিয়ে দেয় এবং এই অফিসকে ৩৬ জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল, তাওহিদুল ইসলাম মাসুম, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, সাইফুল ইসলাম, তরিকুল হাসান পারভেজ সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

নেতারা এসময় বলেন, পতিত অপশক্তি স্বৈরাচার  আওয়ামীলীগের কোনো অস্তিত্ব এদেশে রাখবে না ছাত্র জনতা। ফ্যাসিবাদের সমস্ত আখড়া এবং স্মৃতিচিহ্ন সারাদেশ থেকে মুছে দেওয়া হবে। এই ৩৬ জুলাই স্মৃতি জাদুঘরে স্বৈরাচার আওয়ামীলীগের ১৬ বছরের দুঃশাসন আমলের কালো ইতিহাস সংরক্ষণ করে রাখা হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিও সংরক্ষণ করে রাখা হবে।