শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


রুমায় দোকান পুড়ে ছাই, সর্বপ্রথম সহযোগিতায় এগিয়ে আসল মুসলিম ঐক্য পরিষদ রুমা

Romjan Ali

Updated 25-Feb-09 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 44
রুমায় দোকান পুড়ে ছাই, সর্বপ্রথম সহযোগিতায় এগিয়ে আসল মুসলিম ঐক্য পরিষদ রুমা

গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় বান্দরবানের রুমায় সদর ইউনিয়ন এক নং সদরঘাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসায়ী দোকান পুড়ে ছাই হয়েছে। দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করছে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সদরঘাটে চা-দোকান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়। ততক্ষনে দোকানের মালিক জসিমং মার্মা ও তার স্ত্রী দোকান বন্ধ করে নিজ বসত বাড়িতে চলে যায়। দাও দাও করে জ্বলতে থাকা আগুনের আওয়াজ শুনে জেগে উঠে পার্শ্ববর্তী দোকানদারা। এসময় রুমা ব্যাটেলিয়ান- ৯ বিজিবি’ অধিনায়ক সার্বিক তত্ত্বাবধানে বিজিবি,র সদস্যরা ছয়টি অগ্নি নির্বাপক নিয়ে আগুন নেভাতে এগিয়ে আসেন।

বিজিবির সদস্য ও স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় পুড়ে যাওয়া আগুনের শিখা পার্শ্ববর্তী কোন দোকানে ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা অগ্নিকান্দের স্থনে এসে পৌঁছায়। ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও দোকানের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

দোকান মালিকের সহধর্মিনী জানায়, দুই দিন আগে বিভিন্ন জায়গা থেকে ব্যবসার ঋন নিয়ে দোকানের মালামাল আনা হয়েছিল। কোন কিছু কেনা বেচার আগেই আগুনে তাদের সব মালামাল ও দোকান পুড় শেষ হয়ে যায়। এই ঋনের কিভাবে পরিশোধ করবেন, তা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

এদিকে আজ রোববার বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও নগদ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পারদান করেন- রুমা মুসলিম ঐক্য পরিষদ। এ সময় রুমা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন শাওন ও রুমা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন