শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


সাঁথিয়ায় ট্রলির ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

MD. Sayem Uddin

Updated 25-Feb-11 /   |   স্টাফ রিপোর্টর   Read : 71
পাবনার সাঁথিয়ায় উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের পরিচয় জানা যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিলো। এ সময় পেছন থেকে ইট বোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও দুইজন আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।