শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


পার্বত্য জেলা বান্দরবানের আ.লীগের নেতা সেলিম রেজা ও ঝুন্টু দাশ আটক

Romjan Ali

Updated 25-Feb-12 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 117
ছবি সংগৃহীত

পার্বত্য জেলা বান্দরবানসদর

অপারেশন ডেভিল হান্ট: বান্দরবানে কৃষক লীগ নেতা সেলিম রেজা ও আ. লীগ নেতা ঝুন্টু দাশ আটক
বান্দরবানে সন্ত্রাস ও চোরাচালান দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সেলিম রেজা এবং পৌর আওয়ামী লীগের দক্ষিণ ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশকে আটক করেছে যৌথ বাহিনী।

সেলিম রেজার বিরুদ্ধে অতীতে ভূমি দখল, অর্থ লুটপাট, টেন্ডারবাজি, প্রতিপক্ষের ওপর হামলা ও সাধারণ জনগণকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। ২০২১ সালের পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল ও ইভিএম জালিয়াতির মাধ্যমে কাউন্সিলর পদ দখলের অভিযোগ ও উঠে তার বিরুদ্ধে। অন্যদিকে, ঝুন্টু দাশের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ছাত্র-জনতা দুটি মামলা দায়ের করেছে।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, অভিযানে আটক দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, এতদিন ধরে অভিযোগ থাকা সত্ত্বেও তারা আইনের আওতার বাইরে ছিলেন কেন? জনগণ চায়, তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।