গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলা ৫২ নিউজ ডট কম" এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে৷
একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ স্লোগানকে ধারণ করে ২০১৫ সালে পদযাত্রা শুরু করে বাংলা ৫২ নিউজ ডট কম৷
শুক্ররবার ১৪ ফেব্রুয়ারী-২০২৫ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে কেক কেটে বাংলা ৫২ নিউজ ডট কম"র নবম প্রতিষ্ঠা বার্ষিকী উগযাপন করা হয়৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ৫২ নিউজ ডট কম"র প্রকাশক ও সম্পাদক কাজী আওলাদ হোসেন৷
সুমাইয়া মুনের সঞ্চলনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব, বি টি আর সির চেয়ারম্যান ও শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা৫২নিউজ ডট কম এর প্রধান উপদেষ্টা মোঃ জাহিদুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ (বিএনসিসিও), লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান, বাংলা৫২নিউজ ডট কমের উপদেষ্টা খালিদ হাসান, এ্যাডভোকেট মজিবুর রহমান, টিআইবি'র সদস্য ড. জাহিদ। বাংলা ৫২ নিউজ লাবিবুজ্জামান লাবিব,মো: আশিক, বাংলা ৫২ নিউজ চট্টগ্রাম ব্যরোচীপ মো: এরশাদ, বাংলা ৫২ নিউজ এর স্টাফ রিপোর্টার ও বান্দরবান প্রেসক্লাব সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী, বাংলা ৫২ নিউজ এর আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। দেশ ও প্রবাসের যে সকল প্রতিনিধি বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। উক্ত অনুষ্ঠানের শেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা পর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।