শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষ, আহত ১০

MD. Sayem Uddin

Updated 25-Feb-17 /   |   স্টাফ রিপোর্টর   Read : 46
শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ট্রাকসহ তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ট্রাকসহ তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাসের যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল। সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ে দিয়ে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে পিকআপটি শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছায়। ঘন কুয়াশার মধ্যে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ওই পিকআপকে সজোরে ধাক্কা দেয়। সেখানে ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস আবার ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপ ভ্যানের চালকের সহকারী এবং বাসের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপ ভ্যানের চালকের সহকারী এবং বাসের ১০ থেকে ১২ জন যাত্রীকে আহত হন। তাঁদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে পিকআপ ভ্যানের চালকের সহকারী গুরুতর আহত। ঘটনার পর সড়ক থেকে যানবাহন সরানোর কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে হাসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়ার কাজ চলছে।