শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


সাকিবের মুক্তির দাবীতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

Romjan Ali

Updated 25-Feb-18 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 59
সাকিবের মুক্তির দাবীতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রামের সচেতন ছাত্রসমাজ, বান্দরবান। আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা মো. সুমনের সঞ্চালনায় ও  ছাত্রনেতা তানভীর হোসেন ইমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মো. এরশাদ, ইকবাল মাহমুদ, শামসুল হক শামু, নুরুল আবছার, মো. কামাল সহ প্রমুখ 

মানববন্ধনে বক্তারা বলেন, 
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের আস্থার প্রতীক, পাহাড়ের মানুষের সুখ দুঃখগুলো তুলে ধরার আস্থাভাজন নেতা সাকিবকে মিথ্যা মামলায় গ্রেফতার করে পাহাড়কে অশান্ত করার পায়তারা করা হচ্ছে। 
ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাকিব গত ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টির সার্বভৌমত্ব বিষয়ে সাংবাদিক সম্মেলনে যোগদান করা এবং বিতর্কিত আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার দাবিতে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন মুক্তি দিতে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন করা হবে।