শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

Romjan Ali

Updated 25-Feb-20 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 56
বান্দরবানে আনসার ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তায়-সর্বত্র- আমরা এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার বর্ণাঢ্য আয়োজনে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়। ২০ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে সমাবেশের  আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ অতিথিদের নিয়ে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে জেলা সমাবেশ-২০২৫ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএডব্লিউসি, পিএসসি,রিজিয়ন কমান্ডার,বান্দরবান  রিজিয়ন।

বান্দরবান এর জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি এর সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, উপ-মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম। 

বিশেষ অতিথি মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপি এম(বার)পুলিশ সুপার,বান্দরবান পার্বত্য জেলা।

বিশেষ অতিথি দেওয়ান মাতলুবুর রহমান পরিচালক,বান্দরবান আনসার ব্যাটালিয়ন।

বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অভিজিৎ চৌধুরী নির্বাহী প্রকৌশনী গণপূর্ত বিভাগ, বান্দরবান পার্বত্য জেলা।

জেলা সমাবেশে সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান জেলা কমান্ড্যান্ট
মোঃ মোতালিব হোসেন, পিভিএম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান পৌরসভার দলনেতা আনোয়ার হোসেন'সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সভায় বক্তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের কল্যাণে ও নিরাপত্তায় বিভিন্ন অগ্রণী ভুমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে আগামীতেও এই বাহিনীকে দেশের অগ্রযাত্রায় আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করে আগামীতেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহবান জানান।

পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।