আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ঢল। বাংলার ইতিহাসে তাজা রক্ত দিয়ে লেখা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ে বীর শহীদরা বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতার স্থানে । সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন বান্দরবানের সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জনাব অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) মহোদয় সহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বীর শহীদের আত্মর শান্তি কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
পাশাপাশি বিএনপির জেলা শাখার পক্ষ হতে বান্দরবান জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক জনাব সাচিংপ্রু জেরি ও সদস্য সচিব জনাব মোঃ জাবেদ রেজার নেতৃত্বে অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্ববক অর্পণ করা হয়।
এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।