বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় শৈলসভাস্থ বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবু তাহের সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত আনুমানিক ৮:২০মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের মতে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে কিন্তু বাড়ির মালিকের ছেলে মোঃ ইমরান তালুকদারে ভাষ্যমতে পারিবারিক শত্রুতা এবং রাজনৈতিক কারণে এই অগ্নিসংযোগ ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মোঃ সোলের তালুকদার আরো জানান তিনি সন্ধায় বাজার থেকে বাসায় আসার পর আবার বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার ৫ মিনিটের মধ্যে এই অগ্নিসংযোগ ঘটে এবং তার স্রীর চিৎকারে তিনি ছুটে এসে দেখতে পায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। তৎক্ষণাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কার্যকর পদক্ষেপ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় তবে অগ্নিকাণ্ডে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।
বান্দরবান জেলা সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রউফ জানান, “অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই"। তবে অগ্নিকান্ডের মূল কারণ তদন্ত করে দেখা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে। ধারণা করা হচ্ছে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩২ লাখ টাকা।