বৃহস্পতিবার   এপ্রিল ১০ ২০২৫   ২৭  চৈত্র  ১৪৩১


গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল

Mostafizur Rahman

Updated 25-Feb-28 /   |   গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি   Read : 66

গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের গোপালপুরে  মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি উপজেলার আলিয়া মাদ্রাসা মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোপালপুর থানা চত্তরে  এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির,  জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড: আতাউর রহমান, উপজেলা আমির  হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারী ইদ্রিস হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানানো হয়।