বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্য পণ্য ও সেবা নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের নিমিত্তে মাসব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৫ মার্চ), বিকাল ৩ঘটিকায় বান্দরবান বাজারে মো: নবাব আলী, সহকারী কমিশনার, বান্দরবান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, আসন্ন রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তা সাধারণের সুবিধার্থে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য ০৩(তিন) সদস্য বিশিষ্ট “মনিটরিং টিম” গঠন করা হয়েছে। মনিটরিং টিমের মধ্যে রয়েছেন মো: নবাব আলী, সহকারী কমিশনার, বান্দরবান, সাজিদ হাসান চৌধুরী, সহ-সম্পাদক, ক্যাব, বান্দরবান এবং সিরাজুল ইসলাম, সভাপতি, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন।
মোবাইল কোর্ট পরিচালনা সময় মূল্য তালিকা দৃশ্যমান না রাখার অপরাধে ১ ব্যবসায়ী-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয় । নিত্যপণের বাজারে মূল্যতালিকা প্রদর্শন করার পাশাপাশি খেজুর, লেবু, কলা এবং ফল-মূল সহ বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল রাখা সহ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি না করার বিষয়ে বিক্রেতাদের সর্তক করা হয়েছে। মনিটরিং টিম জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।