শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


রাণীনগরে তিন ফার্মেসির দোকানে জরিমানা

মোঃ আরাফাত আলী

Updated 25-Mar-06 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 116

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি ফার্মেসি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

আদালত সুত্র জানায়,এদিন দুপুরে উপজেলা সদরের হাসপাতাল চত্বরে বিভিন্ন ওষুদের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে সতর্কতা বশত ফার্মেসির মালিক ওসমান গনি রতনকে তিন হাজার, মেহেদি হাসানকে তিন হাজার এবং মোছা : সাম্মি আক্তারকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় ওষুধ পরিদর্শক নওগাঁ জেলা কার্যালয়ের ওষুধ প্রশাসন কর্মকর্তা তোফায়েল আহম্মেদ ও রাণীনগর থানাপুলিশ উপস্থিত ছিলেন।