শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কর্মসূচি

Romjan Ali

Updated 25-Mar-08 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 82
বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কর্মসূচি

আন্তর্জাতিক নারী দিবস ৮মার্চ। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারের নারীর কৃতিত্ব স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও সরকারি, বেসকারি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সংস্থা দিবসটি  পালনে নানা কর্মসূচি পালন করে থাকে।

সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায় ও দিবসটি উদযাপন করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”। গতকাল শনিবার (৮ মার্চ) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ,বান্দরবান পার্বত্য জেলা। সভায় সভাপতিত্ব করেন মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা। দিনব্যাপী আয়োজনে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিতকরণে নানা দিক তুলে ধরা হয়।