শনিবার   এপ্রিল ৫ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

Romjan Ali

Updated 25-Mar-08 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 57
বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ হতে ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে  ।

গতকাল শনিবার (৮ মার্চ) দুপুরে জেলা  প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময়  মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে এতিম শিশু ও মাদ্রাসা পরিচালনা কমিটির খোঁজ খবর নেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।  ইফতার সামগ্রী এতিম শিশু ও মাদ্রাসা পরিচালনা কমিটির হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র রমজান মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইফতার সামগ্রী পেয়ে খুশি মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা। এই মানবিক উদ্যোগটি একটি ইতিবাচক বার্তা সৃস্টি করেছে এবং এতিম শিশুদের মাঝে আশার আলো দেখিয়েছে।