রাজ পরিবারের সদস্য ১৩তম বোমাং রাজা ক্যজসাই চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রের তৃতীয় স্ত্রীর ২য় সন্তান এবং বর্তমান বোমাং রাজা উচপ্রু এর ছোট ভাই এবং সাবেক সরকারি কর্মকর্তা মংসাপ্রু চৌধুরীর বসত ঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন রাজ পরিবারের সদস্যরা। এই সময় মংসাপ্রু চৌধুরী লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বান্দরবান সদরে পৌর এলাকায় ২৩০নং খতিয়ানের ৯ একর ৩৮ শতক পরিমাণ জায়গা আছে যা দলিলে "ফ্যামিলি কমন" প্রপার্টি হিসেবে উল্লেখ রয়েছে। প্রয়াত ১৪তম বোমাং রাজা উ মংশৈত্রু চৌধুরী বেঁচে থাকাকালীন সময়ে ১৯৮০/৮১সালে স্পষ্টভাবে লিখে গেছেন যে, বোমাং রাজ পরিবারের ওয়ারিশগণ এই জায়গায় বসবাস করতে পারবে। উক্ত জায়গায় উপর ইতিমধ্যে বহিরাগত অজিত দাশের পরিবার এবং রাজ পরিবারের কিছু সদস্য বসত বাড়ি নির্মাণ করে অবৈধভাবে বসবাস করে আসছে। আমি সরকারি চাকুরি করে গত ২৫শে জুলাই ২০২৪ সালে অবসর গ্রহণ করি। বান্দরবানে আমার নিজস্ব কোন ঘর বাড়ি না থাকায় বোমাং সার্কেল চিফ রাজ পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিত্যক্ত জায়গায় বসবাসের জন্য একটি কাঁচা টিন সেডের ঘর নির্মাণ করি। ঘর নির্মাণের পর হতে আমাকে আমার চাচা, চাচাতো ভাই, মামাতো ভাইরা আমার নামে রাজার কাছে ও থানায় অভিযোগ করে এবং হুমকি প্রদান করে আসছেন। এর প্রেক্ষিতে সমস্যা সমাধানের জন্য বান্দরবান সদর থানার ওসি সাহেবের কক্ষে সালিশ বসা হয় সেখানে রাজ পরিবারের উত্তরাধিকারীর যে কয়জন উপস্থিত ছিলেন জনাব হ্লাপ্রু জেমি, জনাব মংঙে, জনাব সাশৈত্রু, জনাব সাচক্র (মংনু), জনাব টিমংপ্রু ও রাজা অফিস সহকারী অংজাই খ্যাং। সালিশে উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে, রাজার উপস্থিতিতে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই সমস্যার সমাধান ও মীমাংসা করা হবে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত ১০-০৩-২০২৫ইং তারিখ রাতের অন্ধকারে আনুমানিক ২:৩০ ঘটিকায় আনুমানিক ৪০-৫০জন বহিরাগত সন্ত্রাসী বাহিনী দা, করাত, রদ, লাঠি নিয়ে আমার নির্মিত বসত ঘরটিকে ভাঙচুর করে তছনছ করে ফেলে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ভিডিও ফুটেজে প্রমাণ আছে। আমি এই হামলাকে নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার ভুগছি। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই আমি আমার নিরাপত্তাসহ ও এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।