রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের প্রতিকি ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের প্রতিকি ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ কর্মসূচি পালিত হয়েছে। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। আজ সকালে রাজশাহী বিশবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যারিস রোডে ফাসির মঞ্চ তৈরি করে। সেখানে দুপুর পর্যন্ত চলে দ্রোহের কবিতা পাঠ।
এসময় শিক্ষার্থীরা বলেন ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এক্ষেত্রে ধর্ষককে ধর্ষক হিসেবেই চিহ্নিত করতে হবে। সমাজের উঁচু স্তরের যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদেরও বিচার করতে হবে। তারা দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি জানান।