শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের গণ-ইফতার

Mahmud

Updated 25-Mar-18 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 31

পবিত্র মাহে-রমজান উপলক্ষে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাজশাহী কলেজের কেন্দ্রীয় মাঠে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই গণ-ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, শহীদ আলী রায়হানের পিতা মুসলিমউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজশাহী কলেজ শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, রাজশাহী মহানগর ছাত্রশিবির সাবেক সভাপতি জসিমউদ্দিন সরকারসহ অন্য নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলের মাঝে রমজান মাস ও ঐতিহাসিক বদর যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত পরিবেশে একসাথে গণ-ইফতারি ও আলোচনা-সভার আয়োজন করতে পেরে তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান তরুণ প্রজন্ম কে ইসলামের ছায়া তলে আসার আহ্বান জানান। রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বাকী মাসগুলো সকলকে অন্যায়, অবৈধ কাজ থেকে দূরে থাকার বিষয়ে আহ্বান ব্যক্ত করেন।