শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


টাংগাইলে জামায়াতের ইফতার মাহফিলে ছাত্রদলের বাধা

MD. Sayem Uddin

Updated 25-Mar-19 /   |   স্টাফ রিপোর্টর   Read : 43

১৯ মার্চ বুধবার টাংগাইল শহর জামায়াতের ১ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে বাধা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। টাংগাইল শহরের ১ নং ওয়ার্ডের কেডি মসজিদের সামনের মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।

প্রোগ্রাম শুরুর আগেই টাংগাইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দিতে থাকে থাকে। অপরদিকে জামায়াতের নেতৃবৃন্দও প্রোগ্রাম সফল করার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করলে উত্তেজনা সৃষ্টি হয়।ছাত্রদলের আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপনসহ ২০-২৫ জন মারমুখী অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ, টাংগাইল মডেল থানার পুলিশের একটি টিম,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ এসে ছাত্রদলের নেতাদের বুঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ছাত্রদলের নেতারা চলে যায় এবং জামায়াত সুন্দর ও সফলভাবে প্রোগ্রাম শেষ করে।