ঘাটাইলের পাকুটিয়ায় কাশেম গ্রুপের সন্ত্রাসী কার্যক্রমঃ টাঙ্গাইল জেলার অন্যতম উপজেলা ঘাটাইল। ঘাটাইল থেকে দশ কিলোমিটার উত্তরে অত্যন্ত নিরিবিলি এলাকা পাকুটিয়া। কিন্তু নিরিবিলি শান্ত পাকুটিয়ায় সরকারি দলের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার লোক পরিচয়ে কাশেম ও রুবেল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে । গত কাল পাকুটিয়ায় নির্মাণাধীন বিদ্যুতের সাবস্টেশনে সাব-কন্ট্রাকটিং কোম্পানি টাঙ্গাইলের নিরালা ট্রেডার্স এর একটি ট্রাক পাথর নিয়ে গেলে কাশেম-রুবেল গংদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ট্রাক ড্রাইভারের উপর হামলা করে ব্যাপক মারধর করে এবং ট্রাকটি ভাংচুর করে। হামলায় ড্রাইভারের একটি হাত ভেঙ্গে যায় ও তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয় । খবর পেয়ে নিরালা ট্রেডার্স এর লোকজন ঘটনা স্থলে গেলে তাদের সাথেও অশুভ আচরন করে। ঘটনার সত্যতা যাচাই এর জন্য কাশেম কে তার ব্যাক্তিগত নাম্বার (01748971199) ফোন দিলে বলে তারা ব্যতীত অন্য কেউ এখানে কাজ করতে পারবে না। হুমকি দিয়ে বলে সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা সহ তার তিন ভাই ওদের কথায় উঠে-বসে। এ দিকে নিরালা ট্রেডার্স এর স্বত্বাধিকারী কে ফোন দিলে তিনি জানান এ ঘটনায় একটি ভাংচুর মামলা ও ড্রাইভার কে হত্যার উদ্দেশ্যে হামলার জন্য পৃথক মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের পুলিশ সুপার এবং ঘাটাইলের সার্কেল এসপি ও ইউ,এন,ও মহোদয় কে ঘটনা অবহিত করা হবে। কাশেম-রুবেল গংদের সন্ত্রাসী কার্যক্রমের লাগাম টেনে ধরার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় লোকজনও অনুরোধ করে।