বৃহস্পতিবার   এপ্রিল ৩ ২০২৫   ২০  চৈত্র  ১৪৩১


চট্টগ্রাম পটিয়া বশরিয়া এতিম খানায় ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতর.শহীদুল আলম

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Mar-29 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 46
ছবি
ছবি

চট্টগ্রামের পটিয়ায় আমির ভাণ্ডার ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী  ﷺ ও সালাওয়াতে রাসুল ﷺ মাহফিল,

উদযাপন পরিষদের অন্যতম সদস্য জনাব মুহাম্মদ শহিদুল আলম এবং উনার পরিবারবর্গের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।ছদারত করেন আমির ভাণ্ডার কমপ্লেক্সে সভাপতি ও গাউছিয়া আমির মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারী (মঃ)পরিশেষে মুসলিম বিশ্বের অগ্ৰগতি, জাতি ও দেশের উন্নতি, উপস্থিত সকলের মনোবাসনা পূরণ, মরহুম তরিক্বতপন্থিদের মাগফেরাত ও বিশেষ করে সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সম্মানিত মহাসচিব মরহুম মুহাম্মদ রফিকুল ইসলামের রফ-এ-দরাজাতের জন্য ফরিয়াদ করা হয়েছে।