সাংবাদিকদের সম্মানে গোপালপুর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইলের
গোপালপুর উপজেলা শাখা। শনিবার (২৯ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও টাংগাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির, গোপালপুর উপজেলার জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, নগদাশিমলা ইউনিয়নের আমির জুলহাস উদ্দিন, হাদিরা ইউনিয়নের আমির জামাল উদ্দিন, আলমনগর ইউনিয়নের সভাপতি ডা. রফিকুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম মাস্টার, মির্জাপুর ইউনিয়নের আমির ডা. নাঈম খন্দকার, গোপালপুর পৌর সেক্রেটারি আঃ আলিম,প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
মাওলানা হুমায়ুন কবির বলেন, জাতির বিবেক সাংবাদিকদের সম্মানে এই আয়োজন করতে পারায় আমরা গর্বিত। সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য ধন্যবাদ জানান। তিনি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে সমাজের সঠিক সংবাদ তুলে ধরার জন্য আহব্বান করেন।