সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুমিল্লার লাকসামে বিএনপি ও জামায়াত নেতাদের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে সন্ত্রাসী হামলাঃ

Admin user

Updated 21-Sep-09 /   |   Admin   Read : 268
লাকসামে হামলা ভাংচুর ।

 কুমিল্লার লাকসামে বিএনপি ও জামায়াত নেতাদের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে সন্ত্রাসী হামলাঃ কুমিল্লার লাকসামে বিএনপি ও জামায়াত নেতাদের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে । ঠিক কি কারনে এমন নারকীয় কর্মকাণ্ড করা হলো তার কোন সদুত্তর দিতে পারেননি লাকসামের প্রশাসন । তবে লোক মুখে শোনা যাচ্ছে লাকসামের এমপি তাজুল ইসলাম তার এক বক্তব্যে বলেন লাকসামে বিএনপি ও জামায়াত কে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না । তার পর থেকেই স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা বিনা উস্কানিতে হামলা করতে থাকে। হামলায় লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, সুরক্ষা সিটি হসপিটাল, লাকসাম ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল, লাকসাম মেডিকেল, লাকসাম শান্তা হসপিটাল, লাকসাম রেড ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ, লাকসাম বিএনপি নেতা গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর এর শপিং মল চাঁদ মিয়া টাওয়ার, বিএনপি নেতা নুরুন্নবীর ব্যবসাপ্রতিষ্ঠান, ডাক্তার আব্দুল মুবিন এর চেম্বার, জামাতে ইসলামীর নেতা দেওয়ান খোকনের বাড়িতে ভাঙচুর সহ অসংখ্য বাসা বাড়িতে হামলা করে লুটপাট করে নিয়ে যায় । এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় সবাই বিস্ময় প্রকাশ করে কিন্তু প্রশাসন আসামি ধরতে কোন প্রকার তৎপরতা চালাচ্ছে না। এ দিকে ভাংচুর করা বাড়ি ঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রবাসীর বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠান আছে, এ খবরে প্রবাসী কমিউনিটির সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ।