বাগেরহাটের শরণখোলায় সোমবার দুপুরে পুকুরে ডুবে একটি শিশু মারা গেছে। উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ আব্দুল্লাহ (২) ঐ গ্রামের মোঃ কিবরিয়া হাওলাদারের পুত্র।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ীর উঠানে খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ীর সামনে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে কোথাও দেখতে না পেয়ে পুকুরে নেমে পানির নীচে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। শিশুকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।