শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নার ১ মিনিটে আগাম জামিন ৫০০ মামলা পেছনে ফেলে

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Apr-10 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 21
ছবি
ছবি

ফেসবুকে কাঁড়ি কাঁড়ি টাকা ছড়িয়ে স্বামীকে জামিনে মুক্ত করার ঘোষণা দিয়ে আলোচনায় আসা শারমিন আখতার তামান্না শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। তার স্বামী ছোট সাজ্জাদ চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’যিনি হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি।বুধবার (১০ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।তবে জামিন প্রাপ্তির প্রক্রিয়া ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনুসন্ধানী সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে দাবি করেন, জামিনের শুনানিতে সিরিয়াল ভেঙে ৩১৩ জনকে উপেক্ষা না করে সাজ্জাদের স্ত্রী  তামান্নাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।  চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না আদালত ও জামিন ‘কেনার’ ঘোষণা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই অপমান করেছেন। অথচ তাকে এক মিনিটের শুনানিতে আগাম জামিন দেওয়া হয়।

সায়ের আরও দাবি করেন, বুধবার বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর আদালতে মোট ৫৪৭টি মামলার জামিন শুনানির তালিকায় ছিল। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল ১৫০ নম্বর পর্যন্ত শুনানি হয়। এরপরেই আদালত ৪৬৩ নম্বরে থাকা,সাজ্জাদের স্ত্রী  তামান্নার মামলায় যান এবং মাত্র ১ মিনিটেই জামিন মঞ্জুর করেন। অথচ ওইদিন মাত্র ৬৩ টি মামলার শুনানি সম্পন্ন হয় এবং এটি ছিল আদালতের ২০ এপ্রিলের আগের শেষ কার্যদিবস।
সায়ের প্রশ্ন তোলেন, সাধারণত গুরুতর অসুস্থতা বা পারিবারিক মৃত্যু ছাড়া সিরিয়াল ভাঙা হয় না। তাহলে কীসের ভিত্তিতে ১৫০ থেকে ৪৬৩ নম্বরে থাকা এই মামলাটি এত দ্রুত শুনানি পেল এবং জামিনও পেয়ে গেল.গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এর আগে ২৯ জানুয়ারি সিএমপি কমিশনার তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। ঠিক তার আগের দিন ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়েজিদ থানার ওসি আরিফ কে পেটানোর হুমকি দেন।জানা গেছে, একইদিনে হাইকোর্টের ওই বেঞ্চ একটি রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মীকেও জামিন দিয়েছেন,