মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
অদ্য ১০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) মহোদয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি মহোদয় অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য শুনেন এবং যথাযথ নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় পবিত্র রমজান মাসে বান্দরবান পার্বত্য জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থেকে সফলতার সহিত জনগণের নিরাপত্তা মূলক ডিউটি করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প, চেকপোস্ট, পুলিশ লাইন এবং অফিসে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি ও ক্যাম্প সমূহের মাঝে অফিস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, থানায় কম্পিউটার এবং রান্না করার সামগ্রী বিতরণ করেন। পরিশেষে বান্দরবান পার্বত্য জেলার মার্চ/২০২৫ মাসে বিভিন্ন পর্যায়ে পুলিশি সেবা প্রদানকারী সফল পুলিশ সদস্য এবং সিভিল স্ট্যাফদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।