মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বান্দরবান পার্বত্য জেলা এঁর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলশেডে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির কর্মদক্ষতার বিভিন্ন নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ বান্দরবানের পক্ষ থেকে তাঁকে স্মৃতিস্মারক উপহার দেন। তার এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।