শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


চট্টগ্রাম মেডিকেলে ২১ দালাল আটক

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jun-25 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 192
ছবি
ছবি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বুধবার (২৫ জুন) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল হাফিজুর রহমান অভিযানের বিষয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এমন পরিস্থিতিতে আগে থেকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বুধবার দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্তত ২১ জন দালালকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিট্রেট। 


চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতাল দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে।