বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধ হওয়ায় হু হু করে বাড়ছে পাইকারী ও খুচরা বাজারে পেঁয়াজের দাম।আজকে টাঙ্গাইলের পার্কের বাজারে পাইকারী পাঁচ কেজি বা এক পাল্লা পেঁয়াজের মূল্য নয়শত পঞ্চাশ টাকা ও খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশত টাকা।
গত সপ্তাহে পেঁয়াজের পাইকারী মূল্য ছিলো একশত টাকা কেজি খুচরা মূল্য একশত বিশ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আঁশি টাকা বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের বাজার অস্থিতিশীল।
দেশে যতেষ্ঠ পেঁয়াজ মজুদ থাকলেও বাজারের ব্যবসায়ী ইয়াদ আলী বলেন আমরা যেভাবে পেঁয়াজ ক্রয় করে থাকি সেভাবেই বিক্রি করে থাকি।
নিজস্ব প্রতিবেদকঃ
(সৈয়দ রফিকুল ইসলাম রুবেল)