আন্তর্জাতিক মানবাধিকার দিবসে টাঙ্গাইল জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে মানব বন্ধন।
নিজস্ব প্রতিবেদক : আজ সকাল ১০ ঘটিকায় টাঙ্গাইল কোট প্রাঙ্গণে মানব বন্ধনে সভাপতিত্ব করেন এডভোকেট ফাইজুর রহমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা।
আরো বক্তব্য রাখছেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি, এডভোকেট ভার সমিতির সভাপতি মাইদুল ইসলাম শিশির । টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ সাধারন সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যপক একেএম আব্দুল আওয়াল,
উপস্থিত ছিলেন জাতিয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু অমল ব্যানাজীর্ সাবেক জেলা বিএনপি নেতা রকিব উদ্দিন বাবুল শ্রমিক দল সভাপতি ভিপি মনির মহিলা দল সভাপতি নিলুফা ইয়াসমীন খান, জেলা বিএনপি নেতা মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি হালিমুজ্জামান লিটন । আইনজীবী ফোরামের সহসভাপতি এডভোকেট শাহজাহান কবির, জিয়া পরিষদ সহসভাপতিত্ব জহুর আজহার খান, সহ সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম রতন, সদস্য জিয়া পরিষদ টাঙ্গাইল জেলা সৈয়দ রফিকুল ইসলাম রুবেল।
আরো পড়ুন – টাঙ্গাইলে ছেলেহারা মায়ের আহাজারি.....
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জল বিভিন্ন উপজেলা বিএনপি নেত্রী বৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ এদের উদ্দোগে কোট প্রাঙ্গণে এক বিশাল মানবাধিকার কর্ম সূচি পালিত হয়।
সমাবেশর বক্তারা বললেন দেশে আজ কোথাও মানবাধিবার স্বাধীনতা ভোটাধিকার নেই বিরোধি দলের উপর ঘুম হত্য পুলিশ নিযার্তন এতো বেশি যে প্রতিবাদে সমাবেশ মিছিল মিটিং সকল ক্ষেত্রে পুলিশি আক্রমণ ও গ্রেফতার করে কারাগারে ধারণ ক্ষমতা নাই দেশে আজ গ্রেফতারের আতঙ্কে ঘরে না থেকে পালিয়ে বেড়াচ্ছে।
দেশ এক বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। সাবেক তিন তিন বারের প্রধান মন্ত্রিকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারা অন্তরীন রাখা হয়েছে। তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক জিয়াকে নিবার্সনে থাকতে হচ্ছে। বিএনপি সহ সিংহ ভাগ বিরোধী দলকে বাদ রেখে প্রহসনের নিবার্চন বন্ধ করে তত্বাধায়ক সরকারের অধীনে নিবার্চন দিতে হবে।