কালিহাতীতে বিএনপি ও জিয়া পরিষদের বিজয় র্যালি ও শহীদ মিনারে পুষ্প অর্পন।
টাংগাইল জেলা জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল (সদ্য কারা নির্যাতিত নেতা) এর নেতৃত্বে বিএনপির বিজয় র্যালি ও শহীদমিনারে পুস্প অর্পন করেছেন। কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, পৌর জিয়া পরিষদ সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সহিদ সহ সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আউয়াল বলেন স্বাধীন বাংলাদেশে আজ আমরা পরাধীনতার শিকলে বন্দী। দেশে ভোটাধিকার নেই,বাকস্বাধীনতা নেই, নেই গনতন্ত্র,আছে সর্বকালের ইতিহাস ক্ষ্যাত স্বৈরতন্ত্র। এই বিজয়ের দিনে গনতন্ত্রের মা জননী আজ মিথ্যা মামলা বন্দী। তাকে কারাগারে রেখে, তারুণ্যের অহংকার বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মিথ্যা মামলায় নির্বাসনে রেখে, ৯০% জনগনকে উপেক্ষা করে সরকার যে তামাসার ও ভাগ ভাটোয়ার সিলেকশন নির্ভর নির্বাচন করছে তা এদেশের জনগন মেনে নিবে না। এ বিজয় মিছিলে কালিহাতী উপজেলা ও পৌর জিয়া পরিষদ, এলেংগা পৌর, যুবদল, ছাত্রদল সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বিনম্র শ্রদ্ধাঞ্জলী শেষে ৭১ এ মুক্তিযোদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা করা হয়।