শনিবার   এপ্রিল ১২ ২০২৫   ২৯  চৈত্র  ১৪৩১


টাঙ্গাইলের শিবপুরে টাঙ্গাইল জেলা ইস্তেমা শুরু হলো।

NiralaTv

Updated 23-Dec-22 /   |   Admin   Read : 101
ইস্তেমা


টাঙ্গাইল জেলা ইজতেমা টাঙ্গাইলের শিবপুরে  আজ শুক্রবার শুরু হলো।হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্থিতিতে শুরু হয় ইজতেমা, আজ জুমার নামাজ শেষে হাদিস ও কুরআনের আলোকে বয়ান পেষ করেন। 
মরক্কো থেকে আগত আলেমে দিন শাইখ আব্দুল আজিজ বিন আব্দুস সালাম আরবি ভাষায় মূল্যবান বক্তব্য রাখেন। 
টাঙ্গাইল মারকাজ'র ওলামায়ে কেরাম সহ স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
 মুসুল্লিদের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে হাত তুলে মোনাজাত করা হয়। 

সৈয়দ রফিকুল ইসলাম রুবেল, টাঙ্গাইল।