নিজস্ব প্রতিবেদক//
টাঙ্গাইলের কালিহাতী থানাধীন টুনি মগরা গ্রামের রমজান আলীর ছেলে মো: ফয়সাল এর মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পাওয়া যায় পার্শ্ববর্তী ধলা টাঙ্গর (দক্ষিণ) গ্রামের কাঠের বাগানে।
স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে লাশটির ময়নাতদন্তের জন্য পুলিশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা খুন করেছে পুলিশ তদন্ত সাপেক্ষে ঘটনা উদঘাটন করবে বলে জানায়।