সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩!

Admin user

Updated 23-Dec-25 /   |   Admin   Read : 150
আওয়ামী লীগ -স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক//

টাঙ্গাইলে (টাঙ্গাইল-সদর)-৫ আসনে আওয়ামী লীগ মনোনিত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে দশ টার দিকে বাঘিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উক্ত তিনজনকে উদ্ধার করে আজ সকাল পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল-সদর এলাকা থেকে তিনজন গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

 গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও এমদাদুল হক।

আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ মামুন জানান, গতরাতে বাঘিলে নৌকার পক্ষে তার কর্মী সমর্থকরা মিছিল বের করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের কর্মী সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা ও গুলি চালান। এতে উক্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন।

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।।