কামাল সিদ্দিকী, পাবনা : শীত উপেক্ষা করে নির্বাচন যতোই ঘনিয়ে আসছে পাবনায় প্রার্থীদের প্রচার প্রচারণা জনসংযোগে নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠছে। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটের পাল্লা ভারি করতে পথ প্রান্তরে ছুটছেন ।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাবনা -৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স নির্বাচনী জনসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।
এ দিন সকালে তিনি পৌর শহরের ৭নং ওয়ার্ডের কসাই পট্রি মোড় হয়ে শালগারিয়া, শাপলা প্লাষ্টিক মোড় হয়ে বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন।
তিনি কর্মী সমর্থকদের নিয়ে ঐসব এলাকার বিভিন্ন অলিতে-গলিতে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চান। সকলকে উদ্ধুদ্ধ করেন ভোটকেন্দ্রে যেতে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগরে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।