সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েত থেকে ডিসেম্বর মাসে তিন হাজার প্রবাসী প্রত্যাহার।

Admin user

Updated 23-Dec-26 /   |   Admin   Read : 98
কুয়েতে


তিন হাজার প্রবাসীকে দেশে পাঠালো কুয়েত।


সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, ২৬ ডিসেম্বর, কুয়েত।

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে। আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে শুধুমাত্র ডিসেম্বর মাসেই ৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ হাজার ৯৯১ জন পুরুষ এবং ১ হাজার ৩৮৪ জন নারীকে নির্বাসিত করতে নির্দেশনা দেয়।

বেশিরভাগই দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করেছেন। কিছু প্রবাসীকে অবৈধ জায়গা থেকে আটক করা হয়েছিল।

তবে এই সাড়ে তিন হাজার প্রবাসীর জাতীয়তা প্রকাশ করেনি দেশটি।

সূত্রটি জানিয়েছে, প্রবাসীদের অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে কুয়েতের সব প্রদেশে সকাল-সন্ধ্যা নিরাপত্তা অভিযান চলমান থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অ্যান্ড সিকিউরিটি বিভাগ আলাদা এক তথ্যে জানিয়েছে, অপরাধ সংগঠিত করা দায়ে সাম্প্রতিক সময়ে ৩০৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অবৈধভাবে অনুমতি ছাড়া মোবাইল ও মুদি দোকানে কাজ করছিলেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রবাসী কুয়েতে কাজ করতে যান। কিন্তু সেখানে গিয়ে ইচ্ছেকৃত বা ভুলবশত আইন ভঙ্গ করেন অনেকে। আইন ভঙ্গ করে করে ধরা পড়লে তাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
কুয়েত প্রবাসী বাংলাদেশীদের  কুয়েতের প্রচলিত আইন মেনে চলার জন্য  মাননীয় রাষ্ট্রদূত সকলের প্রতি অনুরোধ করেন।