সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৫

NiralaTv

Updated 23-Dec-26 /   |   Admin   Read : 256
সড়ক

সৈয়দ রফিকুল ইসলাম রুবেল, টাঙ্গাইল। 

২৬ ডিসেম্বর ২০২৩ ইং

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-বাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ আহত ৩৫

টাঙ্গাইল ময়মনসিংহ মহাসরকে কালিহাতী উপজেলার চাটিপাড়া নামক স্থানে ট্রাক-বাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়, আহত হয়েছে ৩৫ জন। তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি । আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । আহতদের মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর । এলাকাবাসী জানায় বেপরোয়া ভাবে গাড়ী চালানোর জন্য একই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। 
ট্রাক-বাস এবং সিএনজি কালিহাতী থানা হেফাজতে আছে, পরীক্ষা নিরীক্ষা শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।