সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টাঙ্গাইলে দুই ইউপি চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

NiralaTv

Updated 24-Jan-06 /   |   Admin   Read : 102
বিএনপি’র মির্জাপুরে বহিষ্কার

 

নিজস্ব প্রতিবেদক//

বিএনপি’র দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও মাসুদুর রহমান মাসুদকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

গত কাল শুক্রবার (৫ জানুয়ারি) দিনগতরাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

 এ দুজনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক, মির্জাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউপি চেয়ারম্যান এবং মাসুদুর রহমান মাসুদ উপজেলা বিএনপির সদস্য ও ভাওড়া ইউপি চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা যায়, বানাইল ও ভাওড়া ইউপি চেয়ারম্যান দলীয় নির্দেশনা অমান্য করে (টাঙ্গাইল-৭) মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে কৌশলে ভোট প্রার্থনা করার অভিযোগ ওঠে। এ বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলের একাধিক নেতা গোপনে তদন্ত করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত বলে জানা যায়।

ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ জানান, বিগত পনের বছর বিএনপির কোন পদে রাখা হয়নি। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সদস্য পদ দেয়া হয়েছিলো। কি কারণে বহিষ্কার করা হয়েছে তা আমার বোধগম্য নয়।

এর আগে  গত ২৫ ডিসেম্বর এবং ৫ জানুয়ারি কয়েকটি পত্রিকায় বানাইল ইউপি চেয়ারম্যানকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলো বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। এ সূত্র ধরেই গত শুক্রবার রাতে বিএনপ’র কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া একই বিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলার আরও কয়েকজন বিএনপি নেতার বহিষ্কারাদেশ রয়েছে।