সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টানা ২মাস ১৩ দিন পর পল্টন কার্যালয়ে ঢুকলেন রিজভী!

NiralaTv

Updated 24-Jan-11 /   |   Admin   Read : 122
বিএনপির পল্টন কার্যালয় খোলা হলো

নিজস্ব প্রতিবেদক//

একাধারে ৭৩ দিন বন্ধ থাকার পর তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা পল্টন কার্যালয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ঐ দিন থেকেই তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।