টাঙ্গাইল জেলা ওলামা-মাশায়েখ পরিষদের উদ্দ্যোগে ইসলাম বিরোধী শিক্ষানীতি ও নৈতিকতা বিরোধী শিক্ষাকারিকুলাম বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ছবুর খান টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করে সমাপ্ত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার ও অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন সহ বিভিন্ন মসজিদের খতিব এবং মাদ্রাসার শিক্ষক, ছাত্র জনতা। বক্তারা সরকারের নীতিহীন শিক্ষানীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। সরকার কে হুসিয়ারি দিয়ে অনতিবিলম্বে ভ্রান্ত শিক্ষা কারিকুলাম বাতিল করে ৯০ শতাংশ মুসলমানদের দেশে জনগনের দাবি অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রেরন করতে হবে।