কুয়েত সিটির অদূরে খাইতান রাজধানী প্যালেস হোটেলে আজ বুধবার বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েত'র উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ নাছির উদ্দিন হাওলাদার'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুর রহমান শাহীন'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ফরিদ উদ্দিন, কুয়েত আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দার আলী, বিএনপির সিনিয়র নেতা সোয়েব আহম্মেদ।
এ ছারা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এ ইসলামী সহ কুয়েত কমিউনিটি, বিজনেস কাউন্সিল এবং আঞ্চলিক বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মওলানা আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ।
অতিথী হিসেবে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন , সেকান্দার আলী , সোয়েব আহম্মেদ, ইলিয়াস চৌধুরী, শাহজাহান সবুজ, গিয়াস উদ্দিন, ছাত্তার তালুকদার, শাহীন মৃধা , নাজিমুল আকন, ইদ্রিস খান , আল মামুন সহ বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েত এর সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের সভাপতি আলহাজ নাছির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান শাহীন এর নেতৃত্বের প্রসংসা করেন ।
ইফতার মাহফিলে অংশ নেন বাংলাদেশ দূতাবাস কুয়েত এর একটি প্রতিনিধি দল।