সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েত নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে কুয়েত বিএনপির সাক্ষাৎ

Admin user

Updated 24-Sep-05 /   |   Admin   Read : 375
কুয়েত দূতাবাস

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এর সঙ্গে  কুয়েত বিএনপির সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪, কুয়েতঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজ এর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের একটি প্রতিনিধি দল কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি, এডাব্লিউসি,পিএসসি এর সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেন সঙ্গে ছিলেন দূতালয় প্রধান মনিরুজ্জামান । পুর্বনির্ধারিত বৈঠকে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, বিএনপির সিনিয়র নেতা আক্তারুজ্জামান শামছ, হাজী ইকবাল হোসেন, মনির আহম্মেদ, নাছির উদ্দিন হাওলাদার, জায়েদুর রহমান জায়েদ, আনিসুল হক উল্কা, ইস্রাফিল ভূইয়া দুলাল, মারুফ হোসেন, জামান ফারুক, ফখরুল ইসলাম কায়েস,  যুবদলের প্রতিনিধি ইলিয়াস চৌধুরী, সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, লোকমান জাহিদ , স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ,কে,এম হাবিবুল হাসান আলামিন, মোয়াজ্জেম হোসেন । 
নেতারা বিগত দিনের অন্যায় অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন। মান্যবর রাষ্ট্রদূত সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং সম্ভ্যাব্য যা যা করণীয় করবে বলে আশ্বাস দেন।