গতকাল রবিবার (৬ অক্টেবর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির কিছু নেতা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগে ২০১৫ সালে ১৫১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। দলীয় যেকোনও কর্মসূচি বাস্তবায়নেও নেতাকর্মীদের মধ্যে বিভক্তি প্রকাশ্য এসেছিল। কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে আপাতত এসবের অবসান হলো বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।