সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ: মা-মেয়েকে কুপিয়ে জখম, অভিযুক্ত দুই যুবক

জাহিদুল ইসলাম

Updated 24-Oct-10 /   |   উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 59

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ০৬ অক্টোবর (রবিবার) "জয়ন্তী রাণী" (৫০) এবং তার মেয়ে "সুধা রানী" (৩২) কে ধারাল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন একই এলাকার "দ্বীপু চন্দ্র দাস" (২৩) ও "সজীব চন্দ্র দাস" (২২)।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা আকস্মিকভাবে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় "জয়ন্তী রাণী" (৫০)-এর মাথায় কোপ দিলে তিনি সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। "সুধা রানী" (৩২) মায়ের মাথায় রক্ত দেখে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে তারা।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে মা-মেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে আরও জানা যায়, হামলার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।