সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


জেএম সেন হলে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে বিএনপির বিবৃতি

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-11 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 28

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ বলেন, "চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। পূজামণ্ডপে গিয়ে এ ধরনের আচরণ অনাকাঙ্খিত এবং নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।"

তারা আরও বলেন, "আমাদের প্রত্যেকের একে অপরের ব্যক্তিগত ও ধর্মীয় আচরণ এবং যার যার স্বতন্ত্র আচার-উৎসবের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়া উচিত। এক্ষেত্রে কোনোভাবেই জোর-জবরদস্তি কিংবা চাপিয়ে দেয়ার মতো কিছু যেন করা না হয়।"

বিএনপি নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, "জেএম সেন হলে যা ঘটেছে, তার জন্য কার দায় কতটুকু, এর পেছনে কোনো বিশেষ গোষ্ঠীর অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, যারা মঞ্চে উঠে গান পরিবেশন করেছেন, তারা সুবিবেচনার পরিচয় দেননি। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামান্তর। কিন্তু হিন্দু সম্প্রদায়ের পূজারী ভক্তরা সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই।"

পরিশেষে, বিএনপির নেতৃবৃন্দ বলেন, "আমাদের দল বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে। আমরা মনে করি, ধর্ম যার যার, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। ভবিষ্যতে আমাদের মধ্যকার সম্প্রীতি বিনষ্ট হয় বা দেশে অস্থিতিশীলতা তৈরি হয়, এমন যে কোনো কর্মকাণ্ড রুখে দেয়ার জন্য আমরা প্রশাসন ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।"